- সারাদেশ
- প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টি পত্নীতলায় স্থাপনের দাবি
প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টি পত্নীতলায় স্থাপনের দাবি

নওগাঁ জেলায় প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয়টি পত্নীতলা উপজেলায় স্থাপনের দাবি জানানো হয়েছে।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে পত্নীতলা উপজেলা সমিতির নেতারা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, নওগাঁ জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রত্যাশা দীর্ঘদিনের। নওগাঁবাসীর প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে সাধুবাদ জানাই আমরা। পাশাপাশি আমর চাই, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টি বৃহত্তর নওগাঁ জেলার উপযুক্ত স্থানে নির্মিত হোক।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জেলা শহর থেকে দূরে বিশ্ববিদ্যালয়টি স্থাপনের নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী নাগরিক সুবিধাসমৃদ্ধ পত্নীতলায় এটি স্থাপন করা সম্ভব।
পত্নীতলায় জেলা প্রশাসনের অধিগ্রহণকৃত পর্যাপ্ত জমি রয়েছে। যাতায়াতের সুযোগ-সুবিধা ভালো। পত্নীতলায় বিশ্ববিদ্যালয় স্থাপন হলে প্রাকৃতিক জলাধার ও বন উজাড় করার প্রয়োজন হবে না। তা ছাড়া পত্নীতলায় শিক্ষানুকূল পরিবেশ রয়েছে। সবকিছু বিবেচনা করে বিশ্ববিদ্যালয়টি পত্নীতলা উপজেলায় স্থাপনের দাবি জানান তারা।
মন্তব্য করুন