ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মারা গেছেন

বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মারা গেছেন

বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ০৩:৩৯ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ০৩:৩৯

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। 

মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে টাঙ্গাইলের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

আজ বুধবার বাদ জোহর কামালপুর হাই স্কুল মাঠে প্রথম নামাজে জানাযা ও বাদ আছর নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে। 

তার মৃত্যুতে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মফিজ উদ্দিন, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ও ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মেজবাহ উল হক তুহিন গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। 

আরও পড়ুন