বেতনের আশায় গিয়ে লাশ হয়ে ফিরলেন জেসমিন

মেয়ে জেসমিনের মৃত্যুতে বাবার আহাজারি। ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ০৬:২১ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ০৬:৩২
টানাটানির সংসার। স্বামী দিনমজুর। অভাবের সংসারে নতুন অতিথি আসায় তিন মাস আগে গার্মেন্টসে চাকরি নেন জেসমিন আক্তার। গত মাসের বেতনের টাকা নিতে বুধবার কর্মস্থলের উদ্দেশে রওনা হন জেসমিন। কিন্তু পৌঁছাতে পারেননি কারখানায়। পথে সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে ফিরতে হলো তাকে।
ময়মনসিংহের ত্রিশালের চেলের ঘাট এলাকায় বুধবার সকাল ৮টায় পোশাক কারখানার শ্রমিকদের বহন করা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দেয়। এতে ৬ জন নিহত হন। এই দুর্ঘটনায় ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের হদ্দের ভিটা গ্রামের মাহমুদুল হাসানের স্ত্রী জেসমিন আক্তার (২০) নিহত হন।
জানা যায়, ছয় মাস বয়সী রোজা মনি নামে একটি কন্যা সন্তান রয়েছে এ দম্পতির। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে গার্মেন্টসে কাজ নেন জেসমিন। গত মাসের বেতনের টাকা নিতে বুধবার সকালে মেয়েকে দাদি হালিমা খাতুনের কাছে রেখে কারখানায় যাচ্ছিলেন তিনি।
নিহতের স্বামী মাহমুদুল হাসান বলেন, ‘আজকে ফজরের আজানের সময় আমারে তুলে দেয়। আমি ওরে বলছিলাম আইজকা কারখানাত যাওনের দরকার নাই। আজকে বেতন দিতে পারে এই কথা কইয়া সে বাড়ি থেকে বের হইলো। কইছিল বিকেল ৫টার মধ্যে আইয়া পড়ব। কিন্তু ও আইল লাশ অইয়া। আমার মাইয়্যাডার অহন কি অইব।’
নিহতের বাবা আতিকুল ইসলাম মেয়ের মরদেহ নিয়ে ত্রিশাল থানা চত্বরে আহাজারি করছিলেন। মেয়ের এমন মৃত্যুতে তিনি পাগলপ্রায়।
- বিষয় :
- ময়মনসিংহ
- ত্রিশাল
- বাস দুর্ঘটনা
- নিহত