ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন সাংবাদিক রিপন

অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন সাংবাদিক রিপন

ইকবাল মোর্শেদ রিপন। ফাইল ছবি

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ০৬:৩৭ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ০৬:৫০

সড়ক দুর্ঘটনায় আহত বগুড়া প্রেসক্লাবের সদস্য ও একটি বেসরকারি টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক ইকবাল মোর্শেদ রিপন মারা গেছেন। বুধবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ২৬ সেপ্টেম্বর বুধবার বগুড়ার ধনুটে পেশাগত দায়িত্ব পালন করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনায় তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। রোববার ঢাকায় তার অস্ত্রোপচার হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে আজ বুধবার সকালে তিনি মারা যান। তার মরদেহ প্রথমে বগুড়া প্রেসক্লাবে নিয়ে আসা হবে। এখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে দক্ষিণ বগুড়া গোরস্থান ও ভাই পাগলা মাজারে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ দাফন করা হবে। 

সাংবাদিকের মৃত্যুতে বগুড়া প্রেসক্লাব সভাপতি মাহমুদুল আলম ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টুসহ সবাই গভীর শোক প্রকাশ করেছেন। 

সাংবাদিক ইকবাল মোর্শেদ রিপনের মৃত্যুতে বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) এর সভাপতি আমজাদ হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক জেএম রউফও শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আরও পড়ুন