ঢাকা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

চুরি গেল পরচুলা ও নগদ টাকা

চুরি গেল পরচুলা ও নগদ টাকা

টিনের চালা কেটে দোকানে ঢুকেছিল চোর।

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ০৬:৫২ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ০৬:৫২

কুষ্টিয়ার কুমারখালীতে একটি ‘হরেকরকম’ দোকানের টিনের চালা কেটে নগদ টাকা ও পরচুলা চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে পৌরসভার তরুণমোড় এলাকার নোভা হরেকরকম দোকানে এ ঘটনা ঘটে। ১২ থেকে ১৪ কেজি পরচুলা, নগদ টাকাসহ প্রায় এক লাখ টাকার ক্ষতির প্রাথমিক ধারণা করা হচ্ছে।

আজ বুধবার সকালে তরুণমোড় এলাকায় গিয়ে দেখা যায়, দোকানের টিনেরচালা কাটা। ক্যাশবাক্স নিচে পড়ে আছে। উৎসুক জনতা ভিড় করেছে। পুলিশ রয়েছে ঘটনাস্থলে।

এ সময় দোকানের মালিক বসির উদ্দিন বলেন, ‘নগদ ১৫ থেকে ২০ হাজার টাকা, ১২ থেকে ১৪ কেজি পরচুলা নেই। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’ তিনি থানায় মামলা করবেন বলে জানান।

কুমারখালী পৌরসভা পুলিশ ফাঁড়ির এসআই মো. হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন