যুবককে খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ

লিখিত অভিযোগ হাতে কুমারখালী থানা চত্বরে নাজমুল। ছবি: সমকাল
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ০৯:১৭ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ০৯:১৭
ঘরের খুঁটিতে বেঁধে নাজমুল শেখ (৩৩) নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে এক ইউপি মেম্বর (সদস্য) ও এক গ্রাম্য মাতব্বরের বিরুদ্ধে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের খাগড়াবাড়ি গোলঘর মোড়ে বুধবার সকালে এ ঘটনা ঘটে।
নাজমুল ওই এলাকার আজিবার শেখের ছেলে।
ভুক্তভোগী নাজমুল শেখের ভাষ্য, তাঁর মাধ্যমে একজনকে বিদেশে পাঠানোর জন্য দুই লক্ষাধিক টাকা লেনদেন হয়েছিল। এ নিয়ে মাসখানেক আগে খাগড়বাড়ি গোলঘরে সালিশ হয়। সেদিন টাকার দেওয়ার দিন ধার্য হয়নি। বুধবার সকালে বাজারে যাওয়ার পথে বাদল মেম্বর ও আলী আহম্মেদ জোরপূর্বক ধরে নিয়ে গোলঘরের খুঁটিতে বেঁধে তাকে মারধর করেন। তিনি থানায় লিখিত অভিযোগ করবেন।
আজিবার শেখ বলেন, ছেলেকে খুঁটিতে বেঁধে মারধর দেখে তিনি ভয়ে পান্টি পুলিশ ক্যাম্পে খবর দেন। তিনি এর বিচার চান।
অভিযোগ অস্বীকার করেছেন বাদল মেম্বর। তিনি দাবি করেন, ২ অক্টোরব টাকা পরিশোধের কথা ছিল। নাজমুল টাকা পরিশোধ করেনি। সেজন্য সকালে গ্রাম্য মাতব্বররা বেঁধে মারধরের চেষ্টা করেছিলেন। তিনি মারধর ঠেকিয়েছেন। তিনি কাউকে মারেননি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম জানান, মারধরের খবরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- কুষ্টিয়া
- মারধর
- ইউপি সদস্য
- গ্রাম্য মাতব্বর