ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

পুকুরের মাছ চুরি করে পাইকারি বেচতেন তারা

পুকুরের মাছ চুরি করে পাইকারি বেচতেন তারা

গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাতদলের সদস্যরা। ছবি-সমকাল

নওগাঁ সংবাদদাতা ও রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ১২:৩২ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ১২:৩২

নওগাঁর আত্রাইয়ে মাছ চুরির সময় আন্তঃজেলা ডাকাতদলের নেতা রামকৃষ্ণসহ ১৪ ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‍্যাব।বুধবার বিকেলে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।  

গ্রেপ্তাররা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কিচক হিন্দুপাড়া গ্রামের শ্রী বিষ্ণু দাসের ছেলে ও সংঘবদ্ধ ডাকাত চক্রের নেতা শ্রী রাম কৃষ্ণ দাস (৩৫), জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার শ্রী নয়ন চন্দ্র দাস (৩৫), মো. মুকুল মিয়া (৩৫), মো. মোজাহার সরদার (৩৫), রিমন চন্দ্র (২১), শ্রী বিফল চন্দ্র দাস (২৪), শ্রী কাজল চন্দ্র দাস (২১), শ্রী ধনব চন্দ্র দাস (২২), শ্রী উজ্জ্বল চন্দ্র দাস (২৮), নিরেন চন্দ্র দাস (৩৬), শ্রী মিলন চন্দ্র হাওলাদার (৩৪) শ্রী শুভ চন্দ্র দাস (১৯) এবং পাঁচবিবি উপজেলার মো. মাসুদ রানা (২৭), ড্রাইভার মো. আমজাদ হোসেন (৪৮)।

লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, সংঘবদ্ধ ডাকাত চক্রের এসব সদস্যরা বুধবার ভোরে নওগাঁর আত্রাই উপজেলার সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিন খানের ছেলে মো. আবুল কালাম আজাদের পুকুরে মাছ চুরি করে পিকআপে লোড করার সময় র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল ডাকাত চক্রের সদস্যদেরকে হাতেনাতে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৩৬৫ কেজি কার্প জাতীয় মাছ, ডাকাতির কাজে ব্যবহৃত ১টি মাহিন্দ্রা পিকআপ, ২ টি মাছ ধরার জাল, ৫টি মোবাইল ফোন, ১০টি সিম কার্ড, ১টি চাকু এবং ১টি হাসুয়াসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তাররা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাত দলের নেতা শ্রী রাম কৃষ্ণ দাসের অধীনে ১৫-২০ জনের একটি দল আছে। তারা নওগাঁ, বগুড়া এবং জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় রাতের আধারে গোপনে অন্যের পুকুরে মাছ চুরি করে বগুড়া জেলার মহাস্থানগড়, দিনাজপুর জেলার বিরামপুর ও হিলি বাজারে এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর বাজারে পাইকারি বিক্রি করে আসছিল।

আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. তারেকুর রহমান সরকার জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন