রূপগঞ্জের সেই মেলা বন্ধ করল পুলিশ

রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নে মসজিদের জমিতে বালু ফেলে মেলার আয়োজন করা হয়। ছবি: সমকাল
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ১২:৪৭ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ১২:৪৭
অবশেষে রূপগঞ্জের কায়েতপাড়ায় মসজিদের জমিতে আয়োজিত অবৈধ মেলা বন্ধ করে দিয়েছে প্রশাসন। বুধবার দুপুরে পুলিশ কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকার মেলাটি বন্ধ করে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান।
পুলিশ জানায়, মেলা আয়োজনের জন্য শীতলক্ষ্যা নদী ও মসজিদের জমিতে বালু ভরাট করেছিলেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ড সদস্য ও ছাত্রলীগ নেতা ফারুক হোসেন।
স্থানীয় সূত্র জানায়, ইছাখালী এলাকায় শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ে বীরপ্রতীক গাজী সেতুর নিচে উত্তরপাড়া জামে মসজিদের সাড়ে ৫ শতাংশ জমি রয়েছে। প্রায় ৬০ বছর আগে মৃত সৈয়দ আলী জমিটি মসজিদের নামে ওয়াক্ফ করেন। কয়েক মাস ধরে একই এলাকার বাসিন্দা ইউপি সদস্য ফারুক হোসেন জমিটি দখলের পাঁয়তারা শুরু করেন। ৩ অক্টোবর ফারুক লোকজন নিয়ে সেখানে জোর করে বালু ফেলেন। সেদিনই সেখানে মেলা বসানো হয়। এক সপ্তাহ ধরে চলে মেলা। সেখানে অর্ধশতাধিক দোকান থেকে দিনে ৮০০ থেকে ১ হাজার টাকা নেওয়া হচ্ছে। কয়েকটি রাইড থেকেও আদায় করা হয় টাকা। দিনে মেলা থেকে ৫০ হাজার টাকা চাঁদা তোলার তথ্য পাওয়া যায়।
থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, আনন্দ মেলার জন্য ওই ইউপি সদস্য অনুমতি নেননি। স্থানীয় মুসল্লিদের নিয়ে এলাকাবাসী বাধা দিলেও তা বন্ধ করা হয়নি। এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। পরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হক ও রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদের নির্দেশে বুধবার দুপুরে পুলিশ সদস্যরা মেলাটি বন্ধ করে দেন।