- সারাদেশ
- পিরোজপুরে চিনা নাগরিক হত্যায় দু'জন গ্রেপ্তার
পিরোজপুরে চিনা নাগরিক হত্যায় দু'জন গ্রেপ্তার

গ্রেপ্তার রানা শেখ ও সিরাজ শেখ। ছবি: সমকাল
পিরোজপুরের কঁচা নদীর উপর নির্মাণাধীন বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর প্রধান টেকনিশিয়ান চিনা নাগরিক প্যান ইয়ানজান লাওফাং হত্যার সঙ্গে জড়িত সন্দেহে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দু'জন হলেন- পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমুরিতলা ইউনিয়নের ওয়ারেখা গ্রামের আব্দুস সত্তার সেখের ছেলে সিরাজ সেখ (৩০) এবং পিরোজপুর পৌরসভার কুমারখালী গ্রামের বাবুল সেখের ছেলে রানা সেখ (২৮)।
পুলিশ জানায়, সিরাজ শেখকে বুধবার রাত আড়াইটার দিকে পিরোজপুর শহরতলীর কুমারখালী এলাকার একটি বাগান থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যানুযায়ী ভোরে কুমারখালী এলাকা থেকে রানা সেখকে গ্রেপ্তার করে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে পিরোজপুর সদর থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ সদস্যরা অংশ নেন।
ওসি আরও জানান, চিনা নাগরিক লাওফাং হত্যার ঘটনায় অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর সেফটি অফিসার চাও চিং হুয়া বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আসামির বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় সদর উপজেলার বেকুটিয়া সেতু সংলগ্ন কুমিরমারা এলাকায় চীনা নাগরিক মি. লাওফাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। তাকে আহত অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিন জানান, হাসপাতালে তাকে মুমূর্ষু অবস্থায় নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
মন্তব্য করুন