- সারাদেশ
- ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় কুতুবুদ্দিন (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সুইচগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুতুবুদ্দিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগর গ্রামের সুকুদ্দিনের ছেলে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ৯ টার দিকে গোদাগাড়ী উপজেলার সুইচগেট এলাকায় কুতুবুদ্দিনকে বহনকারী মোটরসাইকেলকে অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দেয়। এতে কুতুবুদ্দিন গুরুতর আহত হন।
পরে আশঙ্কাজনক অবস্থায় ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
মন্তব্য করুন