এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসা‌মি সাইফুর রহমান‌কে এবা‌র অস্ত্র মামলায় রিমা‌ন্ডে নি‌য়ে‌ছে পু‌লিশ। বৃহস্পতিবার মহানগর হা‌কিম (তৃতীয়) সাইফুর রহমানের আদাল‌ত আসা‌মি সাইফু‌রকে জিজ্ঞাসাবা‌দের জন্য তিন‌দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রেন। 

গত ২৫ সে‌প্টেম্বর ছাত্রাবা‌সে সংঘবদ্ধ ধর্ষ‌ণের পর সাইফু‌রের নিয়ন্ত্রয়ে থাকা কক্ষ থে‌কে পু‌লিশ দে‌শি-‌বি‌দে‌শি অস্ত্র উদ্ধার ক‌রে। এ ঘটনায় পু‌লিশ বাদী হ‌য়ে শাহপরাণ থানায় মামলা করে‌ছিল। 

মুখ্য মহানগর হা‌কিম আদাল‌তের‌ এপিপি অ্যাড‌ভো‌কেট খোকন কুমার দত্ত জানান, আসা‌মির উপ‌স্থি‌তি‌তে পু‌লিশ ৫ দি‌নের রিমান্ড আবেদন ক‌রে‌ছিল। এ সময় আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে এ সংঘবদ্ধ ধর্ষ‌ণের ঘটনায় সাইফুরসহ ৮ আসা‌মি রিমান্ড শে‌ষে আদাল‌তে স্বীকা‌রো‌ক্তিমূলক জবানব‌ন্দি দি‌য়ে‌ছেন। চাঞ্চল্যকর এ মামলার সব আসা‌মি ছাত্রলী‌গের রাজনী‌তি‌তে জ‌ড়িত।