সিলেটের বিয়ানীবাজারে আপন ছোট ভাইয়ের দায়ের কোপে বড়ভাই নিহত হয়েছেন।বৃহস্পতিবার ভোরে উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম কামরুল হোসেন (২৪)। তিনি উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রাম এলাকার মৃত চান্দ আলীর ছেলে। এ ঘটনায় তার ছোট ভাই তানভীর হোসেন পলাতক রয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেটের সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদীপ্ত রায়, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলেতাল রায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রবাস যাওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রায়ই বাগবিতণ্ডা হতো। বুধবার রাতে এ নিয়ে দু'জনের মধ্যে কথাকাকাটি হয়। পরে বড় ভাই সুনাম উদ্দিনের মধ্যস্থতায় তারা শান্ত হন। বৃহস্পতিবার ভোরে কামরুল হোসেন এবং তানভীর হোসেনের আবার ঝগড়া শুরু হয়।  এক পর্যায়ে তানভীর দা দিয়ে কামরুলকে এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই তানভীর পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওমসানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলেতাল রায় বলেন, তানভীরকে গ্রেপ্তারে সম্ভাব্য জায়গা অভিযান চালাচ্ছে পুলিশ।

সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদীপ্ত রায় বলেন, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে আমাদের ধারণা। তবে এর পেছনে অন্য কোনো রহস্য থাকলে তদন্তে সেটি বেরিয়ে আসবে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ঘাতক তানভীরকে গ্রেপ্তার করতে সব ধরনের চেষ্টা চালাচ্ছে।