- সারাদেশ
- বিএম কলেজে হামলার ঘটনায় ৪ যুবক গ্রেপ্তার
বিএম কলেজে হামলার ঘটনায় ৪ যুবক গ্রেপ্তার

প্রতীকী ছবি
বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের সমাজবিজ্ঞান বিভাগে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করেন ওই ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) প্রলয় কান্তি বিশ্বাস।
হামলার ঘটনার ২১ দিন পর পুলিশ এই প্রথম হামলাকারী সন্দেহে কাউকে গ্রেপ্তার করলো।
এসআই প্রলয় কান্তি বলেন, সন্দেহজনক হিসাবে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই বিএম কলেজের আশপাশের এলাকার বাসিন্দা। তাদের পরিচয় তিনি তাৎক্ষণিক জানাতে পারেননি।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে ২৫-৩০ জন মুখোশধারী যুবক বিএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগে হামলা চালিয়ে বিভাগীয় চেয়ারম্যানের কক্ষসহ অন্যান্য কক্ষগুলো তছনছ করে। হামলাকারীরা পিটিয়ে আহত করেছে সমাজকল্যাণ বিভাগের বিভাগীয় কম্পিউটার অপারেটর মিজানুর রহমান বাচ্চুকে। এ ঘটনায় বাচ্চু অজ্ঞাতদের আসামি করে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।
মন্তব্য করুন