- সারাদেশ
- ত্রিশালে এক রাতে ৮ কবর থেকে কঙ্কাল চুরি
ত্রিশালে এক রাতে ৮ কবর থেকে কঙ্কাল চুরি
-08-Oct--samakal-5f7f3c97a28dc.jpg)
এভাবেই কব খুঁড়ে কঙ্কাল নিয়ে গেছে দুর্বৃত্তরা -সমকাল
ময়মনসিংহের ত্রিশালের রামপুর ইউনিয়নের বীররামপুর ভাটিপাড়া গ্রামের ছাত্তার ড্রাইভারের পারিবারিক কবরস্থান থেকে বুধবার গভীর রাতে কে বা কারা কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।
স্থানীয়রা জানায়, রামপুর ইউনিয়নের বীররামপুর ভাটিপাড়া গ্রামের ছাত্তার ড্রাইভারের পারিবারিক কবরস্থান থেকে বুধবার গভীর রাতে সংঘবদ্ধ একটি চক্র ওই কবরস্থানের ৭/৮টি কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন বিষয়টি দেখে অবাক হন। এ ঘটনায় এলাকাবাসী দোষিদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে।
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ প্রশাসনের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হবে।
মন্তব্য করুন