- সারাদেশ
- কুশিয়ারা মাতালো রঙিন ময়ূরপঙ্খি
কুশিয়ারা মাতালো রঙিন ময়ূরপঙ্খি

কুশিয়ারা নদীতে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী নৌকাবাইচ- সমকাল
কুশিয়ারা নদীর দুই পাড়ে সবুজের সমারোহ। তার মাঝে হাজার হাজার মানুষের কোলাহল। নদীর বুকে রং- বেরঙের নৌকা আর মাঝি-মাল্লার সারি। মাঝিদের পোশাকে রঙের বাহার। মাইকে বাজছে শাহ আব্দুল করিমের গানের সুর 'ঝিলমিল করে রে ময়ূরপঙ্খি নায়'। এমন মনোরম পরিবেশে কুশিয়ারার তীরে গ্রামীণ জনপদে বাঙালি লোকজ সংস্কৃতির রূপবৈচিত্র্যে মাতোয়ারা হয়ে ওঠেন স্থানীয়রা। এখানকার আবহমান নৌকাবাইচ দেখে মুগ্ধ হন তারা।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের হামরকোনা-ব্রাহ্মণগ্রামের যুবসমাজ আয়োজিত এই প্রতিযোগিতার নান্দনিক রূপ, রস উপভোগে সস্ত্রীক শামিল হন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুর রহমান।
প্রতিযোগিতায় সিলেট বিভাগের ৪ জেলার বিভিন্ন স্থান থেকে আসা বাহারি নামের ১৪টি নৌকা অংশগ্রহণ করে। এগুলোর মধ্যে রয়েছে সাজু শাহর তরী, সোনার বাংলা, উড়াল পবন, পঙ্খিরাজ, জয় পবন, বাংলার তুফান, বাঘরাজ, বাংলার রকেট ও মৌলভীবাজারের অন্তেহরির অজ্ঞান ঠাকুরের নৌকা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সাজু শাহর তরী, রানারআপ হয় সোনার বাংলা ও তৃতীয় স্থান অধিকার করে উড়াল পবন নামের নৌকা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়নকে একটি ফ্রিজ এবং রানারআপ ও তৃতীয় স্থান অর্জনকারী নৌকার মালিককে একটি করে ২৪ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার দেওয়া দেওয়া হয়।
মেয়র আতিকুর চ্যাম্পিয়ন নৌকাকে ২৫ হাজার, রানারআপকে ১৫ হাজার ও তৃতীয় স্থান অধিকারীকে ১০ হাজার টাকা উপহার দেন।
মন্তব্য করুন