ফেনীর পরশুরামের ভারত সীমান্তবর্তী জিরো পয়েন্টের গুথুমা এলাকা মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই ভাই নিহত হয়েছেন। রোববার ভোরে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- গুথুমা গ্রামের খারিজকোনার কালাধন সরকারের ছেলে মো. স্বপন (২৫) ও মো. করিম (২৭) । বিজিবি নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য মর্গে পাঠিয়েছে।

৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. কামরুজ্জমান জানান, ভোর ৪টার দিকে ভারত সীমান্তবর্তী পিলার নম্বর ২১৬৭-১১ এর কাছে দু’টি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। বিজিবি এসময় ভারতীয় বিএসএফের সঙ্গে কথা বলে লাশগুলো ফেরত এনে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। নিহতদের শরীরে বজ্রপাতের চিহৃ রয়েছে।

সহকারী পুলিশ সুপার (পরশুরাম সার্কেল) নিশান চাকমা  জানান, দুই ভাই সীমান্তবর্তী খালে মাছ ধরার সময় এলাকায় ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।