নীলফামারীর জলঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকীতে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। রোববার দুপুরে সামাজিক সংগঠন ‘শত ফুল ফুটতে দাও’ সংস্থার আয়োজনে উপজেলা হলরুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ৫০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১ হাজার টাকা করে এ বৃত্তি ও সনদপত্র দেওয়া হয়।

এর আগে কেক কেটে শেখ রাসেলের জন্মদিন পালন করে করা হয়। সংস্থাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল গফফারের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এছাড়া এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউএনও মাহবুব হাসান, জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান পল্লবী, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, সংস্থাটির প্রধান উপদেষ্টা ও শেখ রাসেল শিক্ষাবৃত্তির জনক তৌফিকুর রহমান ও নির্বাহী পরিচালক আব্দুল মালেক প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি কার্যক্রম পর্যায়ক্রমে সারাদেশে চালু করা হবে। পরে জলঢাকা ভাওয়াইয়া একাডেমির আয়োজনে শেখ রাসেলের ওপর সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়।