- সারাদেশ
- জয়পুরহাটে হোসেন হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার
জয়পুরহাটে হোসেন হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ভ্যানচালক আবু হোসেন হত্যা মামলার মুল রহস্য উদঘাটনসহ চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বারসাও এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে ওই চারজন হত্যাণ্ডের জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তাররা হলেন-গাইবান্ধার গোবিন্দগজ্ঞের চন্দ্রহাটা গ্রামের মৃত আব্বাস আলী সরকারের ছেলে আবু সাঈদ (৩৭), একই উপজেলার বারসাও গ্রামের আন্তাজ আলীর ছেলে আনিছুর রহমান (৪০), রাজস গ্রামের মৃত অনিল চন্দ্রের ছেলে ছোটন চন্দ্র (২৮) ও একই গ্রামের সামছুল আলমের ছেলে আব্দুল মতিন (২৮)।
রোববার সকালে জেলা গোয়েন্দা পুলিশ এনব তথ্য নিশ্চিত করেছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম জানান, চলতি বছরের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ভ্যানচালক আবু হোসেন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। নিখোঁজের দুইদিন পর ক্ষেতলাল উপজেলার হোপীরহাট এলাকার নদীপাড় থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে ওই তার ভ্যানটি খুঁজে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ওইদিন সন্ধ্যায় নিহতের ভাই বাদী হয়ে ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে হত্যাকারীরা ছিনতাই করা ভ্যানটি স্থানীয় মনসুর রহমান নামে এক চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারি ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা মনসুরকে গ্রেপ্তার করলে ওই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিষয়ে অনেক তথ্য পান। এরই সূত্র ধরে ডিবি পুলিশের একটি দল শনিবার রাতে ওই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মন্তব্য করুন