নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার বেলা ৩টার দিকে উপজেলার সিংড়া-বামিহাল সড়কের বিনগ্রাম কোয়াখাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- সিংড়া উপজেলার পিপুসন গ্রামের দুদু মিয়ার ছেলে সবুজ আলী ও ফরিদপুরের ডাকপুড়া গ্রামের গিয়াস উদ্দিন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি নতুন মোটরসাইকেলে ওই তিন আরোহী জামতৈল এলাকা থেকে বামিহালের দিকে যাচ্ছিলেন। পথে সিংড়া-বামিহাল সড়কে বিনগ্রাম কোয়াখাস এলকায় একই দিকে যাওয়া একটি ট্রাক পেছন থেকে ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহত অন্যজনকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দিকী দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।