- সারাদেশ
- শিশুদের নিয়ে লালমোহনে শেখ রাসেলের জন্মদিন উদযাপন
শিশুদের নিয়ে লালমোহনে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

ভোলা-৩ আসনের এমপি শাওন শিশুদের নিয়ে শেখ রাসেলের জন্মদিনে কেক কাটেন। ছবি: সমকাল
ভোলার লালমোহনে শিশুদের নিয়ে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উদযাপন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। রোববার সকালে লালমোহন সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে শেখ রাসেল স্মৃতি সংসদের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
সেখানে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শোভা যাত্রা, পুরস্কার বিতরণী, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি নূরুন্নবী চৌধুরী শাওন (এমপি) বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্যদের সঙ্গে নিষ্পাপ শিশু রাসেলকেও ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল। খুনিরা বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার মুছে ফেলতে চেয়েছিল।
তিনি বলেন, শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু, কিশোর, তরুণদের কাছে এক ভালোবাসার নাম। অবহেলিত, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক। দেশে শেখ রাসেল এক মানবিক সত্তায় পরিণত হয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ প্রমূখ।
মন্তব্য করুন