বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ দক্ষিণ বিএনপির সভাপতি একেএম মোশাররফ হোসেন।

রোববার বাদ মাগরিব মুক্তাগাছার কান্দিগাঁও গ্রামে তার বাড়িতে পারিবারিক কবরস্থানে বাবা হাজী কাশেম আলীর কবরের পাশে তার মৃতদেহ সমাহিত করা হয়।  এর আগে মুক্তাগাছার আরকে উচ্চ বিদ্যালয় খেলার মাঠে লাখো মুসল্লির অংশ গ্রহণে তার নামাজে জানাজা সম্পন্ন হয়।

বাদ জোহর ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে একেএম মোশাররফ হোসেনের জানাজা হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে পুলিশের বাধায় সেখানে জানাজা হয়নি। পরে সংক্ষিপ্ত পরিসরে তার ময়মনসিংহ নগরীর বাড়ি ফায়ার সার্ভিস অফিসের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এর পর তার নির্বাচনী এলাকা মুক্তাগাছার আরকে উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বাদ আছর দ্বিতীয় জানাজায়ও পুলিশের বাধার শিকার হয়। কিন্তু হাজারো ভক্ত ও নেতা-কর্মীরা পুলিশের বাধা পেরিয়ে তারা জানাজায় অংশ নেন। তারা মাঠে শুয়ে পড়েন। পরে পুলিশ বাধ্য হয়ে জানাজা করার অনুমতি দেন। বাদ মাগরিব তৃতীয় জানাজা শেষে তার গ্রামের বাড়ি কান্দিগাঁওয়ের পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তার মৃতদেহ দাফন করা হয়।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসধীন অবস্থায় বার্ধক্য জনিত নানা রোগে মারা যান একেএম মোশাররফ হোসেন। তিনি ১৯৯৬ সালে ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসন থেকে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর ২০০১ সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় তিনি জ্বালানি প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।