- সারাদেশ
- অটোরিকশায় কলেজছাত্রীকে যৌন হয়রানি
অটোরিকশায় কলেজছাত্রীকে যৌন হয়রানি

প্রতীকী ছবি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আয়নাপুর গ্রামে অটোরিকশায় এক কলেজছাত্রীকে যৌন হয়রানি করর অভিযোগ উঠেছে। ওই সময় চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে নিজেকে রক্ষা করেন ওই কলেজছাত্রী।
রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় মামলা হয়েছে।
হয়রানির শিকার মেয়েটির স্বজনরা জানায়, নাচনমহুরী গ্রামের ওই মেয়েটি ময়ময়সিংহের হালুয়াঘাটের একটি নার্সিং ইনম্টিটিউটের ছাত্রী। সকাল সাড়ে ১০টার দিকে পূজার কেনাকাটা করার জন্য তিনি আয়নাপুর থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় শেরপুরের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় অটোরিকশায় আরও দুই যাত্রী ছিলেন। পথে কারারপাড় নামক স্থানে এলে অটোররিকশার যাত্রী আয়নাপুর গ্রামের আতাব উদ্দিনের ছেলে হানিফ মিয়া মেয়েটিকে উত্যক্ত করা শুরু করেন। একপর্যায়ে হয়রানির মাত্রা বেড়ে গেলে কিশোরী চিৎকার করতে থাকেন। কিন্তু জায়গাটি ফাঁকা থাকায় কেউ এগিয়ে আসেনি। গাড়ি থামাতে বললেও চালক গাড়ি থামাননি। একপর্যায়ে ওই কলেজছাত্রী চলন্ত অটোরিকশা থেকে লাফ দেন। এতে পায়ে আঘাত পান তিনি। এসময় অটোরিকশার চালক দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যান।
ঝিনাইগাতী থানার ওসি মো. ফায়েজুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বখাটে হানিফকে ধরতে পুলিশি অভিযান চলছে।
মন্তব্য করুন