পটুয়াখালীর বাউফলে বাউফল-কালাইয়া নৌরুটের পারাবত-১৪ দোতালা লঞ্চ থেকে এক যুবককে মারধর করে নদীতে নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে।

রোববার ভোর রাতে মুন্সীগঞ্জ এলাকার এ ঘটনায় নিখোঁজ ব্যক্তির নাম রুবেল গাজী (৩০)। রাশেল ও রফিকসহ পাঁচ থেকে ছয়জনের একটি জুয়ারি দল তাকে ফেলে দেয় বলে অভিযোগ।

নদীতে নিক্ষেপের পর ওই যুবক এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। নিখোঁজ রুবেল ভরপাশা গ্রামের হারুন গাজীর ছেলে। তার স্ত্রী ও ছয় মাসের একটি শিশু রয়েছে। তিনি ঢাকায় একটি প্রাইভেট ফার্মে চাকরি করতেন।

নিখোঁজ রুবেলের চাচাতো ভাই হানিফ গাজী জানান, বাউফল কালাইয়া নৌরুটের স্টাফ কেবিন ভাড়া নিয়ে রুবেল, রাশেল, রফিক,কবির, ইব্রাহিম ও শহীদ জুয়া খেলছিল। জুয়া খেলার টাকা পয়সা নিয়ে ঝগড়ার এক ফাঁকে রুবেলকে মারধর করে ষ্টাফ কেবিন থেকে টেনে নদীতে নিক্ষেপ করা হয়।

হানিফ গাজী বলেন, রফিক ও রাশেলের নেতৃত্বে এই নৌরুটের স্টাফ কেবিন নিয়ে প্রতিনিয়ত জুয়ার আসর বসে।