- সারাদেশ
- রায়হানের মৃত্যু: জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার দাবি মায়ের
রায়হানের মৃত্যু: জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার দাবি মায়ের

সংবাদ সম্মেলনে কথা বলেন নিহত রায়হানের মা- সমকাল
সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুতে জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারসহ ছয় দফা দাবি জানিয়েছেন নিহতের মা। অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, পুলিশ কমিশনারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ বক্তব্য প্রদান, উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানে প্রধানমন্ত্রীর সহাযোগিতা ও জড়িতদের গ্রেপ্তার না করলে হরতাল ও সড়ক অবরোধ।
রায়হানের মা সালমা বেগম রোববার নগরীর আখালিয়া নেহারিপাড়ার বাসভবনে সংবাদ সম্মেলনে এসব দাবি জানান। এতে মা সালমা বেগমের পক্ষে বক্তব্য দেন স্থানীয় রাজনীতিবিদ শওকত হোসেন।
সালমা বেগম বলেন, ১১ অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ডেকে নিয়ে বর্বর নির্যাতন করে তার ছেলেকে হত্যা করা হয়েছে। এরপর থেকে এলাকাবাসীসহ সিলেটের মানুষ আন্দোলন করে আসছে। তবে এখন পর্যন্ত রায়হান হত্যকাণ্ডে প্রধান অভিযুক্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া পুলিশি হেফাজত থেকে পালিয়ে গেছেন। সন্দেহভাজন আট পুলিশ সদস্য এখনও পুলিশি হেফাজতে থাকলেও তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে না। সালমা বেগম গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জড়িতদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পাশে থাকার অনুরোধ করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনকি সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। এ সময় উপস্থিত ছিলেন ১০নং ওয়ার্ড কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াসুর রহমান, কাউন্সিলর তৌফিক বপ লিপন, নারী কাউন্সিলর রেবেকা বেগম, সাবেক কাউন্সিলর জগদীশ দাশ, রায়হানের চাচা হাবিবুল্লাহ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ: এদিকে রায়হান হত্যার প্রতিবাদে মিছিল ও সমাবেশ অব্যাহত রয়েছে। প্রতিদিন বিভিন্ন সংগঠন নগরীতে নানা কর্মসূচি পালন করছে। রোববার 'দুস্কাল প্রতিরোধে আমরা' নামে নাগরিক মোর্চার সংগঠকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেন।
কর্মসূতি চলাকালে সংগঠনের নেতারা হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে বলেন, একের পর এক অভাবনীয় সব অন্যায়-আনাচার-নৃশংসতায় চমকে উঠছি। এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের রেশ না কাটতেই সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনের মাধ্যমে যুবককে হত্যা করা হয়েছে। আমরা এই দুস্কাল থেকে মুক্তি চাই।
রাজীব রাসেলের পরিচালনায় প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে অংশ নেন প্রবীণ চিত্রশিল্পী অরবন্দি দাশগুপ্ত, সংগঠক আব্দুল করিম কিম, সাংস্কৃতিক সংগঠক জন শ্যাম, পরিবেশকর্মী আশরাফুল কবির, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সাধারণ সম্পাদক সজল ছত্রী, সংগঠক দেবাশীষ দেবু, দেবব্রত চৌধুরী লিটন প্রমুখ। এ ছাড়া গতকাল নগরীতে খেলাফত মজলিস ও জাতীয়তাবাদী শ্রমিক দল পৃথক মিছিল সমাবেশ করে। শ্রমিক দলের কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপি নেতা ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, এমরান আহমদ চৌধুরী প্রমুখ।
মন্তব্য করুন