- সারাদেশ
- যশোরে মধ্যরাতে বিএনপি নেতাদের বাড়িতে হামলা
যশোরে মধ্যরাতে বিএনপি নেতাদের বাড়িতে হামলা

ছবি: সমকাল
যশোর সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে মধ্যরাতে বিএনপি নেতাদের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয়েছে জেলা বিএনপির কার্যালয়ও। নির্বাচনের তিন দিন আগে শনিবার রাতে এ হামলা চালানো হয়। বিএনপি নেতাদের দাবি, উপনির্বাচন সামনে রেখে ভীতিকর পরিবেশ সৃষ্টির জন্য এ ঘটনা ঘটানো হয়েছে।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, শনিবার রাত ২টার কিছু সময় আগে অজ্ঞাত ২০-২৫ জন দুর্বৃত্ত মোটরসাইকেল ও প্রাইভেটকারে করে তার উপশহর বি-ব্লকের বাড়ির সামনে আসে। এ সময় তারা গালিগালাজ করে এবং ইটপাটকেল ছুড়ে বাড়ির জানালার গ্লাস ভাঙচুর করে। তাদের ছোড়া ইট গ্লাস ভেঙে ঘরের ভেতরে চলে আসে। এ সময় স্ত্রী-সন্তান নিয়ে তিনি ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। এ ছাড়া ওই রাতে দুর্বৃত্তের দল যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চুর বাড়ি এবং জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায়।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন জানান, রাত আড়াইটার দিকে ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে দুর্বৃত্তরা বিএনপি কার্যালয়ে আসে। এ সময় ভেতরে পোস্টার বাঁধার কাজ করছিল কর্মীরা। দুর্বৃত্তরা লাথি মেরে দরজার ছিটকিনি ভেঙে ভেতরে ঢোকে এবং কর্মীদের মারপিট করে ও ভাঙচুর চালায়। এরপর নির্বাচনী মালপত্র একটি গাড়িতে তুলে নিয়ে যায়। যাওয়ার সময় তারা দলীয় কার্যালয়ের দরজায় নতুন তালা ঝুলিয়ে দেয়।
একই রাতে দলের সাবেক স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের বাড়িতেও হামলা হয় বলে খবর পাওয়া গেছে। হামলা হয়েছে সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী আনিছুর রহমান মুকুলের বাড়িতেও। বিএনপি নেতারা জানান, এ ঘটনায় রিটার্নিং অফিসার ও কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলগুলোতে যায় পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে গত ৫ অক্টোবর যশোর সদরের রূপদিয়া বাজারে গণসংযোগকালে বিএনপি প্রার্থী নুর উন নবীর ওপর হামলা চালিয়ে নেতাকর্মীদের রক্তাক্ত জখম করে আওয়ামী লীগ প্রার্থী নুরজাহান ইসলাম নীরার সমর্থকরা।
এদিকে যশোরে বিএনপি নেতাদের বাড়িতে হামলা এবং কার্যালয় ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মন্তব্য করুন