রাজধানী ঢাকার কেরানীগঞ্জ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি স্বপন মোল্লাকে (৪০) গ্রেপ্তার করেছে গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুলিশ। মঙ্গলবার মুকসুদপুর থানার ওসি আবু বকর ও এসআই জামিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে দক্ষিণ কোরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাকে মুকসুদপুর থানায় আনা হয়েছে।

গ্রেফতারকৃত স্বপন চাঁদপুর জেলার মতলেব উপজেলার ঘোড়ারকান্দি ( ভুয়াকান্দি) গ্রামের অহম্মেদ মোল্লার ছেলে। 

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর জানান, স্বপন মোল্লা মুকসুদপুর উপজেলার পূর্ব নওহাটা গ্রামের শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তিনি ফুফাত শ্যালক পূর্ব নওখন্ডা গ্রামের ওমর কাজীর ছেলে জুম্মন কাজীর কাছ থেকে কিছু টাকা ধার নেন। ২০০৬ সালের আগস্ট মাসে নৌকায় করে শ্বশুরবাড়ি যাওয়ার পথে পাওনা টাকা নিয়ে স্বপনের সাথে জুম্মনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্বপন ক্ষিপ্ত হয়ে জুম্মনকে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় জুম্মনের মা মরিয়ম বেগম বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ স্বপনের বিরুদ্ধে ২০০৮ সালে আদালতে চার্জশিট দেন। স্বাক্ষ্যগ্রহণ শেষে এ মামলায় ২০১৪ সালে গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত স্বপনকে অভিযুক্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।