- সারাদেশ
- হেফাজতে রায়হানের মৃত্যু: রিমান্ড শেষে কনস্টেবল টিটু কারাগারে
হেফাজতে রায়হানের মৃত্যু: রিমান্ড শেষে কনস্টেবল টিটু কারাগারে

রায়হান আহমদ
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদকে নির্যাতন ও হত্যার অভিযোগে গ্রেপ্তার কনস্টেবল টিটু চন্দ্র দাসকে (বরখাস্ত) দুই দফায় ৮ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার বিকেল ৩টার দিকে তাকে কারাগারে নেওয়া হয়। এর আগ দুপুরে টিটুকে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে হাজির করে মামলা তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মহিদুল ইসলাম জানিয়েছেন, টিটু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দেওয়ায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এছাড়া একই মামলায় রিমান্ডে থাকা পুলিশ ফাঁড়ির আরেক কনস্টেবল হারুনুর রশীদকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে বলে জানান মহিদুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, টিটুকে প্রথম দফায় ২০ অক্টোবর ৫ দিনের রিমান্ড নেয় পিবিআই। ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি না হলে তাকে রোববার আবার আদালতে তুলে ৩ দিনের রিমান্ডে নেন কর্মকর্তা মহিদুল ইসলাম। দুই দফায় রিমান্ডে অনেক তথ্য দিলেও জবানবন্দি দিতে রাজি হননি টিটু।
প্রসঙ্গত, গত ১১ অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হানের মৃত্যুর ঘটনায় ফাঁড়ি ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়াসহ ৫ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। মামলায় ইতোমধ্যে দুই পুলিশ সদস্য ও ঘটনার দিন রাতে ছিনতাইর অভিযোগকারী সাইদুরকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত আকবর এখনও পলাতক। এছাড়া পুলিশের আরও কয়েকজন সদস্য হেফাজতে রয়েছেন। তাদেরকে যে কোনো সময় গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানা গেছে।
মন্তব্য করুন