চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মনিকা খাতুন(১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।  বুধবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত মনিকা খাতুন শিবগঞ্জ পৌর এলাকার রসুলপুর গ্রামের মনিরুল ইসলামের মেয়ে। সে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী ছিল।

মৃত শিশুটির বাবা জানান, বাড়িতে তার ছেলে ও মেয়ে খেলছিল। খেলতে খেলতেই মেয়ের গলায় ফাঁস লেগে যায়। এসময় ছেলে সেটা খোলার চেষ্টা করে। পরে বাড়ির অন্যান্য সদস্যরা বিষয়টি আঁচ করে মনিকাকে উদ্ধার করার আগেই সে মারা যায়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।