- সারাদেশ
- যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ, বিচারের দাবিতে রাস্তায় বাবা-মা
যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ, বিচারের দাবিতে রাস্তায় বাবা-মা

রাজবাড়ীতে যৌতুক না পেয়ে লিমা আক্তার মেঘলা নামের স্কুলছাত্রী গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ এনে দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বাবা-মা ও এলাকাবাসী। বুধবার সকালে রাজবাড়ী শহরের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
লিমার বাবা কেরামত শেখ বলেন, তার মেয়ে লিমা দৌলতদিয়া মডেল স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল। চলতি বছরের ১০ জানুয়ারি প্রেমের সম্পর্কের সূত্র ধরে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রমেন শেখের সাথে তার বিয়ে হয়। বিয়ের সময় রমেনের চাহিদামত যৌতুকও দেয়া হয়। কিন্তু আরও যৌতুকের দাবিতে সে লিমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। গত ২৮ সেপ্টেম্বর রমেন ও তার পরিবারের লোকেরা লিমাকে শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যা বলে প্রচারণা চালায় বলে তিনি অভিযোগ করেন।
এ ঘটনায় গত ১৫ অক্টোবর রাজবাড়ীর আদালতে মামলা করা হয়েছে। রাজবাড়ী সদর থানায়ও একটি লিখিত এজাহার দেয়া হয়েছে।
মন্তব্য করুন