- সারাদেশ
- কুষ্টিয়ায় ‘বিষাক্ত মদপানে’ ৩ যুবকের মৃত্যু
কুষ্টিয়ায় ‘বিষাক্ত মদপানে’ ৩ যুবকের মৃত্যু

প্রতীকী ছবি
কুষ্টিয়ায় ‘বিষাক্ত মদপান’ করে তিন যুবকের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তির পর মঙ্গলবার দিবাগত রাতে ও বুধবার ভোরে তাদের মৃত্যু হয়।
তারা হলেন- খোকসা উপজেলার কালীবাড়ি বাজারের অবেশ ঘোষের ছেলে রিপন কুমার ঘোষ (৩২), মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের মৃত দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাস (৩৫) এবং সদর উপজেলার বড় আইলচারার তপন বিশ্বাসের ছেলে অনিক বিশ্বাস (২১)।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ভর্তি ইনচার্জ সানোয়ার হোসেন জানান, অ্যালকোহলের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে নিতাই বিশ্বাসকে প্রথমে রাত মঙ্গলবার ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ভোররাত রাত ৪টার দিকে অনিক বিশ্বাসকে ভোর পৌনে ৫টার দিকে রিপন কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিন যুবকই মারা যান। তাদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, তিন যুবকের মৃত্যুর বিষয়ে পুলিশ খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে আসলে এদের মৃত্যু কীভাবে হয়েছে।
মন্তব্য করুন