চট্টগ্রাম নগরীর বিজয়নগরে ভাইকে মারধর করায় রনি (২১) নামের এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এ ঘটনায় শহীদুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুর দেড়টার দিকে বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রনি আকবর শাহ থানার মধ্যম জিয়ানগরের হাফিজুর রহমানের ছেলে। আসামি শহীদুলের বাড়ি ঢাকায় হলেও সে আকবরশাহ থানার বিজয়নগর এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, রনি মঙ্গলবার আসামি শহীদুলের ভাইকে মারধর করে। বিষয়টি নিয়ে বিজয়নগরে শহীদুলের সঙ্গে রনির তর্কাতর্কি হয়। এক পর্যায়ে রনিকে ছুরিকাঘাত করে শহীদুল। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আকবরশাহ থানার ওসি জহির হোসেন সমকালকে বলেন, রনি নামের এক যুবককে খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।