- সারাদেশ
- খুলনায় নকল পণ্য তৈরী করায় ২ ব্যবসায়ীকে জরিমানা
খুলনায় নকল পণ্য তৈরী করায় ২ ব্যবসায়ীকে জরিমানা

খুলনায় নকল টয়লেট ও টাইলস্ ক্লিনার তৈরি এবং নিম্নমানের ইলেকট্রনিপ সামগ্রীতে বিভিন্ন দামী ব্যান্ডের স্টিকার ব্যবহার করে পণ্য ক্রয় করায় দুই ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়।
মঙ্গলবার রাতে নগরীর খালিশপুর নতুন কলোনী হাউজিং এলাকায় এবং দৌলতপুর বিএল কলেজ সড়কে এই অভিযান চালানো হয়।
র্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালিশপুর নতুন কলোনী হাউজিংয়ে নকল টয়লেট ও টাইলস্ ক্লিনার তৈরি করছিলেন মো. নজরুল মোল্লা (৪৮) নামের এক ব্যক্তি। তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া দৌলতপুর বিএল কলেজ সড়কের মাস্ করপোরেশন নামের শোরুমে নিম্নমানের ইলেকট্রনিক্স সামগ্রিতে বিভিন্ন দামী ব্যান্ডের লোগো ব্যবহার করে বিক্রি করা হচ্ছিলো। ওই প্রতিষ্ঠানের ম্যানেজার মো. রফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য করুন