- সারাদেশ
- সুদের ফাঁদে পড়ে নির্যাতিত গৃহবধূ
সুদের ফাঁদে পড়ে নির্যাতিত গৃহবধূ
আইনি সহায়তায় লিগ্যাল এইড, নিরাপত্তা দেবে পুলিশ

সুদের ফাঁদে পড়ে মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের মনিরামপুর গ্রামের নির্যাতিত সেই গৃহবধূকে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা লিগ্যাল এইড কমিটি। সদর থানায় নিরাপত্তা চেয়ে ওই গৃহবধূ অভিযোগ দিলে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব।
বুধবার মাগুরার জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় আইনজীবী শাহিনা আক্তার জানান, ওই গৃহবধূর নামে তার কথিত দ্বিতীয় স্বামী ইসমাইল মণ্ডল আদালতে মামলা করেছেন। গৃহবধূ আবেদন করলে জেলা লিগ্যাল এইড কমিটি প্যানেল আইনজীবীর মাধ্যমে বিনামূল্যে মামলা পরিচালনা করা হবে। এ সময় সব ধরনের আইনি সহায়তার আশ্বাস দেওয়া হয় ওই গৃহবধূকে।
প্রসঙ্গত, মনিরামপুর গ্রামের ওই গৃহবধূর প্রথম স্বামীকে চড়া সুদের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করার অভিযোগ ওঠে জেলার মহম্মদপুর উপজেলার রাজাপুরের ইসমাইল মণ্ডল নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এক পর্যায়ে ওই গৃহবধূকে জোর করে বিয়েও করে সে। সুদের কারবারি থেকে বাঁচতে লিগ্যাল এইডের আইনি সহায়তা নেন গৃহবধূ। এ কারণে তার নামে পাল্টা মামলা করেন ইসমাইল মণ্ডল। এ নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে।
মন্তব্য করুন