বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় গভীর রাতে রহস্যজনক বিস্ফোরণে এক তরুণ গুরুতর আহত হয়েছেন। তার হাতের কবজি এবং আঙ্গুল ক্ষতবিক্ষত হয়ে গেছে।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের এ ঘটনায় আহত মো. রাকিবকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ( শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একটি ওয়ার্কশপে শ্রমিক হিসেবে কাজ করেন।

কাজির হাট থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, ঘটনাস্থলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে। তবে তারা গিয়ে বোমা কিংবা এ ধরনের কোনও আলামত পাননি। তিনি বলেন, এ ঘটনায় রাকিবের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

আন্ধারমানকি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য শিল্পি বেগম বলেন, এলাকাবাসী রাত ১১টার দিকে বিকট শব্দ পেয়ে বাইরে বেরিয়ে আসেন। পরে তারা দেখেন রাকিবের ঘরের মধ্যে অস্থিরতা। ওই ঘরে রাকিব এবং তার মা ছিলেন। ঘরে গিয়ে দেখা গেছে রাকিবের বাম হাতের কবজি ছিঁড়ে গেছে। ডান হাতের আঙ্গুলও ক্ষতবিক্ষত। ঘরের মধ্যে  জিয়াই পাইপের একটি টুকরা এবং বিভিন্ন স্থানে শরীরের অংশ বিশেষ দেখা গেছে।

গুরুতর অবস্থায় তাকে প্রথমে হিজলা স্বাস্থ্যকমপ্লেক্স পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হিজলা স্বাস্থ্য কমপ্রেক্সের চিকিৎসক শাহরাজ হায়াত বলেন, রাকিবের দুই হাত ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে।

ঘটনার পরপরই হিজলা ও কজিরহাট থানার বিপুল সংখ্যক পুলিশ এসে রাকিবের বাড়িতে ব্যাপক তল্লাশি চালিয়েছে।