ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

নিয়ন্ত্রণহীন বাস ধাক্কা খেল গাছে, ২০ শ্রমিক আহত

নিয়ন্ত্রণহীন বাস ধাক্কা খেল গাছে, ২০ শ্রমিক আহত

বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। ছবি: সমকাল

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ১৬:৫৭ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ১৬:৫৭

ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। বুধবার বেলা ৩টার দিকে উপজেলার শ্রীরামপুর-সুয়াপুর সড়কের ঘোড়াকান্দা বাজারের উত্তর পাশে দুর্ঘটনাটি ঘটে। আহত শ্রমিকদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

দুর্ঘটনাকবলিত বাসটি কালামপুর এলাকার করিম টেক্সটাইল কারখানার। বুধবার দুপুরে ছুটি শেষে অর্ধশতাধিক শ্রমিক এতে করে সুয়াপুর যাচ্ছিলেন। ঘোড়াকান্দা বাজারের উত্তর পাশে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক সোহেল। 

তিনি বলেন, হঠাৎই বাসের ব্রেক বিকল হয়ে পড়ে। পরে বড় গাছের সঙ্গে ধাক্কা খায় বাসটি। 

আহত এক নারী শ্রমিক বলেন, কিছু বুঝে ওঠার আগেই বাসটি হঠাৎ গাছের সঙ্গে জোরে ধাক্কা খায়। এতে তাঁর ডান হাত ভেঙে যায়। আরও ১৫ জন নারীসহ মোট ২০ জনের মতো আহত হন।

করিম টেক্সটাইল কারখানার প্রশাসনিক কর্মকর্তা অলি চৌধুরী বলেন, কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানেন না। তবে আহতদের চিকিৎসায় কারখানার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, আহত শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। দুর্ঘটনাকবলিত বাসটিও জব্দ করা হয়েছে।


আরও পড়ুন