ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

মুক্তিযোদ্ধাদের লাঞ্ছনার অভিযোগ

মুক্তিযোদ্ধাদের লাঞ্ছনার অভিযোগ

ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন মুক্তিযোদ্ধারা। ছবি: সমকাল

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ২১:২৩ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ২১:৩৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারসহ বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছনার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিকার দাবি করে গতকাল বুধবার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে শ্যামনগরের ইউএনওর কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধাদের অফিসের জন্য নির্ধারিত জায়গা জবরদখলে বাধা পেয়ে লাঠিয়াল বাহিনী নিয়ে উপজেলার ৭ নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার মৃধা এ ঘটনা ঘটান বলে অভিযোগ।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মণ্ডল জানান, স্বাধীনতা যুদ্ধের সময় শতাধিক নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয় সুন্দরবন-তীরবর্তী হরিনগর পাউবোর বাঁধের ওপর। সেসব শহীদের স্মৃতি রক্ষায় পার্শ্ববর্তী সরকারি খাদ্যগুদাম-সংলগ্ন একটি পরিত্যক্ত জায়গা দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধারা অফিস তৈরির জন্য সংরক্ষণ করে আসছেন। গত শুক্রবার স্থানীয় ইউপি চেয়ারম্যান অসীম লোকজন নিয়ে এই জমি দখলের চেষ্টা করেন। এ সময় তাঁর নেতৃত্বে অন্য মুক্তিযোদ্ধারা বাধা দেওয়ার চেষ্টা করলে ভাড়াটে লাঠিয়াল বাহিনী নিয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অসীম তাদের লাঞ্ছিত করেন। ঘটনার কয়েক দিন পরও কোনো প্রতিকার না হওয়ায় তারা বাধ্য হয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা জানান, জায়গাটি মুক্তিযোদ্ধাদের নয়। রাতারাতি সাইনবোর্ড টানিয়ে ওই জায়গা দখলের চেষ্টায় তিনি বাধা দেওয়ায় এসব অভিযোগ করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিতের অভিযোগ ‘মিথ্যা’ দাবি করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার হোসেন বলেন, বুধবার দুপুরের দিকে কয়েকজন মুক্তিযোদ্ধা লিখিত অভিযোগ জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

whatsapp follow image

আরও পড়ুন

×