ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

খুলনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

খুলনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

খুলনা ব্যুরো

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ২১:৩৩ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ২১:৩৩

অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হওয়ার আশা করলেও খুলনায় দেখা যাচ্ছে বিপরীত চিত্র। দ্বিগুণ হারে বাড়ছে শনাক্তের সংখ্যা। চলতি মাসের ১১ দিনে এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২৪ জন।

গত মাসে মোট আক্রান্ত ছিল দেড় হাজার, আর প্রথম ১১ দিনে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৪১ জন। এর আগের মাস আগস্টে মোট ডেঙ্গু শনাক্তের সংখ্যা ছিল ৭৬৩। বুধবার পর্যন্ত চলতি মাসে মশাবাহিত এই রোগে মৃত্যু হয়েছে পাঁচজনের। তাদের অধিকাংশই খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) বাসিন্দা। পরিস্থিতি প্রকট হতে থাকায় নগরবাসীর মধ্যে বাড়ছে উদ্বেগ। 

অক্টোবরের শুরু থেকে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে দেখা গেছে, বুধবার ভর্তি ছিলেন ২৩৪ ডেঙ্গু রোগী। মঙ্গলবার ২২৯ জন, সোমবার চিকিৎসাধীন ছিলেন ২২৩ জন। হাসপাতালের দুটি মেডিসিন ওয়ার্ডের চারটি ইউনিটে ডেঙ্গু রোগীদের জন্য শয্যা রয়েছে মাত্র ৪৪টি। অন্যদের আশ্রয় হয়েছে মেঝে ও বারান্দায়। অধিক সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। 

খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব বাবুল হাওলাদার বলেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়লেও মশা নিয়ন্ত্রণে কেসিসির তৎপরতা বাড়ে না। আমরা মিছিল-সমাবেশ করার পর তাদের কার্যক্রম জোরদার হয়। পরিস্থিতি নাজুক হওয়ার পর মশক নিধন কর্মসূচি চালানো হবে আত্মঘাতী।

কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান বলেন, মশক নিধনে কয়েক মাস ধরেই ক্রাশ প্রোগ্রাম চলছে। করপোরেশনের ৩১ জন নিয়মিত মশক নিধন কর্মীর সঙ্গে আরও ৩২ জনকে এ কাজে নিয়োগ করা হয়েছে। 

আরও পড়ুন