ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

গল্লামারীতে হচ্ছে দৃষ্টিনন্দন ২ সেতু

গল্লামারীতে হচ্ছে দৃষ্টিনন্দন ২ সেতু

দুটি সেতু ভেঙে নতুন দুটি সেতুর নির্মাণকাজ শুরু হচ্ছে। ছবি: সংগৃহীত

খুলনা ব্যুরো

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ২১:৪২ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ২১:৪২

খুলনা মহানগরীর গল্লামারী এলাকায় ময়ূর নদীর ওপর পাশাপাশি থাকা দুটি সেতু ভেঙে নতুন দুটি সেতুর নির্মাণকাজ শুরু হচ্ছে আজ। এগুলো হবে রাজধানীর হাতিরঝিলের সেতুর মতো দৃষ্টিনন্দন। দেড় বছরের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের খুলনার নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ জানান, স্টিল আর্চ ডিজাইনের সেতু দুটির প্রতিটির দৈর্ঘ্য হবে ৬৮ দশমিক ৭০ মিটার ও প্রস্থ ১৩ দশমিক ৭০ মিটার। সেতু দুটি নির্মাণে ব্যয় হবে প্রায় ৬৮ কোটি টাকা। নদীর পানির সীমা থেকে সেতুর উচ্চতা হবে ৫ মিটার। তিনি জানান, প্রথমে বেশি পুরোনো সেতুটি ভেঙে সেখানে নতুন একটির নির্মাণ শুরু হবে। এটির কাজ শেষ হলে পাশাপাশি থাকা অপর সেতুটি ভেঙে নতুন আরেকটি নির্মাণ করা হবে।

আজ সকাল ১১টায় সেতু নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সম্মানিত অতিথি থাকবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল ও খুলনা মহানগর পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক। সভাপতিত্ব করবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ। 


আরও পড়ুন