ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের তারাবুনিয়া খালের লোহার সেতুটি বালুবাহী একটি ট্রলারের ধাক্কায় ভেঙে খালে পড়ে গেছে। বুধবার সন্ধ্যায় সোনালী রাকিব নামের বালুবাহী ট্রলারটি ভগিরতপুর বাজার থেকে রাজাপুর যাওয়ার পথে সেতুটিকে ধাক্কা দেয়। এতে সেতুর মাঝের অংশ খালে পড়ে যায়। এর ফলে ট্রলারটিও ক্ষতিগ্রস্ত হয়। বিচ্ছিন্ন হয়ে পড়েছে অভ্যন্তরীণ যোগাযোগ। বিপাকে পড়েছে সেতুটির দুই পাড়ের কয়েক হাজার বাসিন্দা। 

স্থানীয় লোকজন জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০ বছর আগে তারাবুনিয়া ভগিরতপুর ভাড়ানি খালের উপরে ৬০মিটার দৈর্ঘ্য ও ৭ মিটার প্রস্থের সেতুটি নির্মাণ করে। কয়েক বছর ধরে সেতুটি ঝুঁকিপুর্ণ ছিল। সেতুর উত্তর পাড়ে তারাবুনিয়া পুলিশ তদন্ত কেন্দ্র, তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, ১৬ নং তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ পাড়ে ড. সেকান্দার হায়াত খান কলেজ, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ, ওয়াজেদিয়া দাখিল মাদ্রাসা, মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ও ১৭ নং দত্তের পশারীবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই সেতু দিয়ে ঝুঁকি নিয়ে দুই পাড়ের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ চলাচল করছিল।

তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী বলেন, সেতু ভেঙে পড়ায় শিক্ষার্থীদের বহুপথ ঘুরে বিদ্যালয়ে আসতে হবে। এছাড়া সেতুটি দিয়ে ইউনিয়ন পরিষদ ও উপজেলা শহরে যাওয়ার একমাত্র পথ হওয়ায় এটি দ্রুত পুনর্নির্মাণ জরুরি।

ইউপি চেয়ারম্যান শিশির দাস জানান, সেতুটি এলজিইডির আওতাধীন। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে।