- সারাদেশ
- স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে রাত্রি যাপন, সকালে মিলল নারীর লাশ
স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে রাত্রি যাপন, সকালে মিলল নারীর লাশ

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ -সমকাল
রংপুর নগরীর রেলস্টেশন এলাকার বসুন্ধরা রেস্ট হাউজের একটি কক্ষ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হোটেল ম্যানেজার মোহাম্মদ আলীসহ দু’জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় স্বামী-স্ত্রীর পরিচয়ে সাইফুল ইসলাম ও আরজিনা খাতুন (৩০) নামে এক দম্পতি বসুন্ধরা রেস্ট হাউজে আসেন। তারা নিজেদের ঠিকানা দিনাজপুর জেলার বিরল উপজেলার ফারাক্কা বাঁধ এলাকায় বলে জানান। তারা হোটেলের ৫ নম্বর কক্ষ ভাড়া নিয়ে রাত্রি যাপন করেন। সকালে সাইফুল ইসলাম রুমের বাইরে তালা লাগিয়ে স্টেশন এলাকায় টাকা নেবার কথা বলে বের হয়ে যান। এরপর তিনি আর হোটেলে ফিরে আসেননি। দুপুর ১২টার পর হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা রুমে কড়া নাড়িও কোন সাড়াশব্দ পাননি। এরপর হোটেল কর্তৃপক্ষ ভেন্টিলেটার দিয়ে দেখতে পান সেখানে অবস্থান করা নারীর লাশ বিছানায় পড়ে আছে। হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দিলে মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শহিদুল্লাহ কাওসারসহ কোতয়ালী থানার পুলিশ সদসরা ঘটনাস্থলে ছুটে আসেন। অন্যদিকে খবর পেয়ে সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দরজার তালা ভেঙে ওই নারীর লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ জানান, সম্ভবত শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত করে প্রতিবেদন পেলে মারা যাওয়ার কারণ জানা যাবে। তবে তাদের সম্পর্ক, ঠিকানা, ইত্যাদি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে সিআইডি ও পিবিআই পুলিশ জানায়, তারা ছায়া তদন্ত শুরু করেছেন। এ ঘটনায় হোটেল ম্যানেজার মোহাম্মদ আলী ও হোটেলের মালিক পক্ষের শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মূল অভিযুক্ত সাইফুল ইসলামকে ধরতে অভিযান অব্যহত রয়েছে।
মন্তব্য করুন