- সারাদেশ
- হাতিয়ায় ইলিশ শিকারের ট্রলার ডুবে নিহত জেলে, নিখোঁজ ১
হাতিয়ায় ইলিশ শিকারের ট্রলার ডুবে নিহত জেলে, নিখোঁজ ১

প্রতীকী ছবি
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলার হাতিয়ায় ইলিশ শিকারী জেলেদের একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে এক জেলে নিখোঁজ ও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের পূর্ব পাশে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
নিহত জেলের নাম অমর দাস (১৫)। তিনি উপজেলার তমরুদ্দি ইউনিয়নের আঠারোবেকী গ্রামের প্রেম লাল মাঝির ছেলে। নিখোঁজ জেলের নাম মিলন (১৮)। তিনিও একই গ্রামের সূর্য মাঝির ছেলে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৩ জেলেকে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে ২২ দিন ইলিশ শিকারের নিষেধাজ্ঞা বুধবার রাত ১২টার পর প্রত্যাহার হয়। পরে বৃহস্পতিবার রাতে হাতিয়া উপজেলার কাদিরা খাল থেকে আঠারোবেকী গ্রামের সুমন মাঝির নেতৃত্বে ৫ জেলে ইলিশ ধরতে মেঘনা নদীতে যায়। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে জেলে নৌকাটি হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের পূর্ব পাশে মেঘনানদী ও বঙ্গোপসাগরের মাঝামাঝি এলাকায় পৌঁছালে প্রবল স্রোতের টানে ও ঢেউয়ে নৌকাটি উল্টে যায়। এতে অমর ও মিলন নামে দুজন নিখোঁজ হয়। এসময় ৩ জেলেকে আশপাশের মাছ অন্য নৌকার জেলেরা উদ্ধার করে। পরে শুক্রবার সকালে বঙ্গোপসাগরের চ্যানেল থেকে অমল দাসের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত ও নিখোঁজ জেলের পরিবারে বইছে শোকের মাতম।
হাতিয়া থানার ওসি মো. আবুল খায়ের বলেন, ডুবে যাওয়া ট্রলারে মোট ৫ জন জেলে ছিল। যার মধ্যে তিনজন জীবিত উদ্ধার হয়েছে। নিহত হয়েছেন একজন, যার লাশ সকালে জেলেরা উদ্ধার করে। ঘটনায় আরও এক জেলে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন