- সারাদেশ
- সরকারি কাজে বাধা, পুলিশের মামলায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার
সরকারি কাজে বাধা, পুলিশের মামলায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার

নাজমুল হাসান শিমুল -সংগৃহীত ছবি
সিলেটের বিশ্বনাথে গত ২৯ অক্টোবর ভোট কেন্দ্রের সামনে ব্যালট বহনকারী গাড়ি ভাঙচুর, কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় পুলিশের মামলায় নাজমুল হাসান শিমুল (৩০) নামে এক ছাত্রদল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলা ছাত্রদলের সক্রিয় কর্মী নাজমুল উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের আরশ আলীর ছেলে।
শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। আগেরদিন বৃহস্পতিবার রাতে থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তির নেতৃত্বে একদল পুলিশ শ্রীধরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, প্রায় ১৭ বছর পর গত ২৯ অক্টোবর বিশ্বনাথের দশঘর ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগণনা শেষে দশঘর এনইউ উচ্চ-বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে পিকআপযোগে প্রিজাইডিং কর্মকর্তাসহ পুলিশ কর্মকর্তারা রওয়ানা দেন। এসময় ব্যালট বাক্স ছিনিয়ে নিতে ধানের শীষের প্রার্থী এমাদ খান ও তার সমর্থকরা হামলা চালিয়ে পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৬-৪১০৮) গাড়ির গ্লাস ভাঙচুর করেন। এমনকি প্রিজাইডিং কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখে সরকারি কাজে বাধা দেন। এসময় পুলিশ ২ রাউন্ড রাবার বুলেট ও ৩ রাউন্ড রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার একদিন পর গত ৩১ অক্টোবর বিশ্বনাথ থানার এসআই নূর হোসেন বাদি হয়ে নির্বাচিত বিএনপির (ধানের শীষের প্রার্থী) এমাদ উদ্দিন খানকে প্রধান আসামি করে বিশ্বনাথ থানায় একটি মামলাটি দায়ের করেন, (মামলা ২০)। মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৫ জনের নাম উল্লেখসহ আরও ১২০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে রাখা হয়।
বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তি বলেন, ভোটকেন্দ্রের সামনে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার হওয়া নাজমুল এজাহার নামীয় ৮নং আসামি। এছাড়া ওই মামলার অন্য আসামিদের গ্রেপ্তার প্রক্রিয়া অব্যাহত আছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন