নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁও থানার যুবদলের আহবায়ক সাইদুর রহমান স্বপনকে গ্রেপ্তার করেছে ভুলতা ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল সভা শেষে ফেরার পথে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

যুবদলের নেতাকর্মীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার বিএনপির এক নেতার বাড়িতে সভা অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুবদলের নেতাকর্মীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল মিটিং করেন। রাত সাড়ে ৮ টার দিকে মিটিং শেষে ফেরার পথে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁও থানা যুবদলের আহবায়ক সাইদুর রহমান স্বপনকে গ্রেপ্তার করে পুলিশ। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, রাষ্টবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে সাইদুর রহমান স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমান উল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তাকে ৭ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।