মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন এগিয়ে থাকায় ও বিজয় প্রায় নিশ্চিত হওয়ায় বরিশালের গৌরনদী উপজেলায় ভূরিভোজ অনুষ্ঠান করেন তার এক সমর্থক। বৃহস্পতিবার রাতে স্থানীয় সুধীজন ও ব্যবসায়ীসহ ২০০ জনকে ভূরিভোজ করিয়েছেন তিনি। 

এ অনুষ্ঠানের আয়োজন করেন গৌরনদী সুপার মার্কেটের ব্যবসায়ী ও ওয়ালটনের আঞ্চলিক পরিবেশক মেসার্স রিয়াদ এন্টাপ্রাইজের মালিক মো. মেরাজ হোসেন খান (৫৪)।

মেরাজ হোসেন খান বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প তার অপছন্দের লোক। তিনি বিশ্বে শান্তি নষ্ট করেছেন, বিভিন্নভাবে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করেছেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ব্যালটের মাধ্যমে তাকে বিদায় করেছেন আমেরিকার ভোটাররা। নির্বাচনে জো বাইডেনের বিজয় অনেকটাই নিশ্চিত হওয়ায় মনের আনন্দে ব্যবসায়ীসহ সুধীজনদের জন্য ভোজের আয়োজন করেন বলে জানান মিরাজ। এতে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ ২শ’র বেশি মানুষ অংশ নেন।

গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির জানান, ব্যবসায়ী মেরাজ হোসেন খান একজন আমুদে মানুষ। তিনি বিভিন্ন অজুহাতে ব্যবসায়ীসহ সুধীজনের জন্য মাঝে মধ্যে এরকম আয়োজন করে থাকেন। 

গৌরনদী আওয়ামী লীগের সদস্য মো. আলমগীর উকিল জানান, বাইডেনের এগিয়ে যাওয়ার খবরে তার সমর্থক মেরাজ হোসেন খান উৎসব ও ভোজের আয়োজন করেন। আমরা তাতে স্বতস্ফূর্তভাবে অংশ নিয়েছি।