নিখোঁজের পাঁচ দিন পর জয়পুরহাটের আক্কেলপুরে নাজমুল হোসেন (১৪) নামে এক কিশোরের বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে কেসের মোড় এলাকার ছোট রেল গেটের পাশে (রেল লাইনের নিচে) বেগুন বাড়ি মাঠের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত ওই কিশোরের বাড়ি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার খাদাইল গ্রামে। গত ৬ নভেম্বর থেকে নিখোঁজ ছিল নাজমুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর সন্ধ্যার পর থেকে নাজমুল হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরের দিন ৭ নভেম্বর এক মোবাইল নম্বর থেকে ফোন করে নাজমুলের পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। নাজমুলের পরিবার ওই টাকা দিতে রাজিও হয়েছিল। এর পর আজ সকালে তার বস্তাবন্দী লাশ পাওয়া যায়। 

আক্কেলপুর থানার ওসি আব্দুল লতিফ খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।