কুমিল্লায় জিল্লুর রহমান (৫২) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার সকাল ৭টার দিকে জেলা সদরের অদুরে চৌয়ারা সংলগ্ন ধনপুর ফোনকা ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।

নিহত জিল্লুর নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের চৌয়ারা চৌধুরী বাড়ির মোখলেছুর রহমান চৌধুরীর ছেলে।

সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, মোটরসাইকেলে আসা ১০/১৫ জন জিল্লুরকে কুপিয়ে চলে যায়। এ সময় তার স্ত্রী সঙ্গে ছিলেন। তার স্ত্রী তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর জিল্লুরের মৃত্যু হয়।

নিহতের পরিবারের দাবি, জিল্লুর ২০১৬ সালে ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। এরপর থেকে তাকে খুন করার চেষ্টা চলে।

বেলা ১১টায় হাসপাতালে আসেন অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান। তিনি বলেন, আমরা নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।