- সারাদেশ
- ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় তরুণীর মৃত্যু
ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় তরুণীর মৃত্যু

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় এক তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭ টায় নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মেয়েটির পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, সকালে নগরীর তিনকোনা পুকুর পাড় রেলক্রসিংয়ের সামনে জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি ট্রেনের সাথে ধাক্কা খায় ওই তরুণী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা মেয়েটিকে কলেজ ছাত্রী বললেও তার পরিচয় শনাক্ত করা যায় নি।
ময়মমনসিংহ রেলওয়ে থানার ওসি মাজহারুল হক জানান, ঘটনাটি জামালপুর রেলওয়ে পুলিশের আওতাভুক্ত। তবে ট্রেনের ধাক্কায় এক তরুণীর মৃত্যুর খবর তারা পেয়েছেন।
মন্তব্য করুন