- সারাদেশ
- কাপ্তাই হ্রদে ডুবে ২ কিশোরের মৃত্যু
কাপ্তাই হ্রদে ডুবে ২ কিশোরের মৃত্যু

হ্রদ থেকে এক কিশোরকে উদ্ধার করা হচ্ছে
রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে গিয়ে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে শহরের কেরানী পাহাড় এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে গোসল করতে যায় বন বিভাগের রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক সুবেদার ইসলামের ছেলে অংকন (১৫) ও তার বন্ধু মোস্তাক (১৬)। এসময় তারা পানিতে তলিয়ে যায়। স্থানীয় এক ছেলে দেখতে পেয়ে আশপাশের লোকজনদের জানায়। পরে ফায়ার সার্ভিসের লোকজনদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে দুইজনকে উদ্ধার করে। তাদের রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রতন কুমার নাথ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে কাপ্তাই হ্রদের পানিতে উদ্ধার তৎপরতা চালানো হয়। পরে দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।
রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর জানান, হাসপাতালে আনার আগেই তারা মারা গেছে। তাদের পরিবারের কাছে মরদেহ দু’টি হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন