নওগাঁর বদলগাছী উপজেলার পূর্ব খাদাইল গ্রাম থেকে অপহরণের পাঁচদিন পর নাজমুল হাসান (১৪) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রেলগুমটি নামক স্থানে রেল লাইনের পাশে জলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত নাজমুল বদলগাছী উপজেলার পূর্ব খাদাইল গ্রামের আল আমিনের ছেলে ও খাদাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ইতি খাতুন( ইতু) নামে এক নারীকে আটক করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বদলগাছী থানার এসআই আজিজুল ইসলাম জানান, গত ৬ নভেম্বর সন্ধ্যার দিকে একটি বিযের অনুষ্ঠান থেকে বাড়ির বাইরে আসলে নাজমুলকে অপহরণ করা হয়। পরের দিন ৭ নভেম্বর অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে নাজমুলের বাবার কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এই ঘটনায় ৮ নভেম্বর নাজমুলের বাবা ৪ জনের নামসহ অজ্ঞাতনামা আরো ৫ জনকে আসামি করে বদলগাছী থানায় একটি অপহরণ মামলা করেন। এই ঘটনায় পুলিশ এজাহার নামীয় ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় এবং অপহৃতকে উদ্ধারের চেষ্টা চালাতে থাকে।

এদিকে নিহত নাজমুলের বাবা আল আমিন বলেন, ‌‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর সুবিচার চাই।’

নিহতের চাচা মতিউর রহমান বলেন, ‘মোবাইলে ফোনে নাজমুলকে ডেকে নিয়ে যাওয়ার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ তার বস্তাবন্দি লাশ পাওয়া যায়।’

বদলগাছী থানার ওসি (তদন্ত) রায়হান হোসেন বলেন, কী কারণে ওই ছাত্রকে হত্যা করা হয়েছে তা জানা না গেলেও পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জয়পুরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।