- সারাদেশ
- সীতাকুণ্ডে যুবলীগের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
সীতাকুণ্ডে যুবলীগের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

সতর্ক অবস্থানে পুলিশ- সমকাল
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বুধবার বেলা ১টা থেকে রাত ১২টা পর্যন্ত সীতাকুণ্ড পৌরসভা ও আশপাশের এলাকাজুড়ে এই নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় সমকালকে এতথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুই পক্ষ পৃথক দুইটি স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
মিল্টন রায় বলেন, ‘উপজেলা যুবলীগের দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় আইনশৃংখলা পরিস্থিতির অবনতির শংকা রয়েছে। তাই পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে, যা রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।'
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহানের নেতৃত্বে জেলা পরিষদ অডিটোরিয়ামে ও সহ-সভাপতি নুর সোলেমান সেলিম সীতাকুণ্ড উত্তর বাজার এলাকায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ আয়োজন করেন। সেলিমের নেতৃত্বে গ্রুপটিকে র্যালি করতে নিষেধ করার পরও তারা করতে অনড় থাকার কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন থেকে পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারির বিষয়ে নির্দেশনা দিয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা যুবলীগের সভাপতি শাহাজাহান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদিউল আলম জসিম বলেন, প্রতি বছরের ন্যায় এবারও যুবলীগ সীতাকুণ্ড উপজেলা শাখার প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করে। সমাবেশ উপলক্ষে প্রতিটা ইউনিয়নে কর্মীসভা করা হয়। কিন্তু পুলিশ বিনা কারণে একটি পক্ষকে খুশি রাখার জন্য সমাবেশে ১৪৪ ধারা জারি করেছে।
শাহাজাহান আরও বলেন, নুর সোলেমান সেলিম উপজেলা যুবলীগের কোন দায়িত্বে নেই। নেই কোন পদ পদবীও। কিন্তু তার দেওয়া অভিযোগে সমাবেশে ১৪৪ ধারা জারি করার আগে আমাদের কাছে কিছু জানানো হয়নি।
সীতাকুণ্ড উপজেলা যুবলীগের সহ-সভাপতি দাবিদার নুর সোলেমান সেলিম বলেন, তার নেতা সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লা আল বাকের ভূঁইয়াকে দাওয়াত না দেওয়াতে তিনি পৃথকভাবে সমাবেশের আয়োজন করেছেন।
মন্তব্য করুন